Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
মেসির বিয়ে ইতিমধ্যেই গত এক দশকের সেরা ওয়েডিংয়ে পরিণত হয়েছে৷ অতিথিদের পৌঁছে যাওয়া থেকে, ‘ফাস্ট লেডি অফ ফুটবল’ হতে চলা অ্যান্তোনেলা রোকুজ্জার ওয়েডিং পোষাক৷ সব কিছু নিয়েই প্রতি মুহূর্তে আপডেট রাখছে গোটা বিশ্বের অগুনিত মেসি ভক্ত৷ ডিনারের মেনু হোক বা অতিথিদের সাজ পোষাকের খবর পেতে মেসির টুইটারে চোখ বুলিয়ে নিচ্ছে গোটা দুনিয়া৷ তারই কয়েক ঝলক উঠে এল নানা চিত্রে৷
মেসির বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের তালিকা অনেক লম্বা৷ নামজাদা নানা ফুটবলার, কোচ তো আছেনই৷ সে তালিকায় আছেন মেসির মাতৃ-স্থানীয় আরও একজন৷ লিও-র ছোটবেলার প্রতিবেশী লিডায়া৷ নিজের টুইটারে সে ছবি প্রকাশ করেছেন এলএম৷ বড় ছেলে থিয়াগো’র জন্মের পরপরই লিডায়ার সঙ্গে দেখা করে যান আর্জেন্টাইন যুবরাজ৷ সহস্র ভিড়ের মাঝেও চাইল্ডহুড প্রতিবেশীকে বিয়ের নিমন্ত্রণে ভুলেননি বার্সা স্টার৷
নিমন্ত্রিত অতিথিদের বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যাওয়ার ছবির পাশাপাশি সোশ্যাল মিডিয়ার এই মুহূর্তের হট কেক অ্যান্তোনেলার ওয়েডিং ড্রেস৷ গোলাপি রাঙা পোষাকের সে ছবিও মেসি নিজেই পোস্ট করেছেন৷ এখানেই শেষ নয়, চমক আরও আছে বিয়েতে রিটার্ন গিফ্ট হিসেবে অতিথিদের জন্য থাকছে মেসি’র নামাঙ্কিত ওয়াইনের বোতল৷