ধুনটে ভাঙা সড়কে জরুরী সংস্কার কাজ

বগুড়ার ধুনট-বড়িয়া তিনমাথা পর্যন্ত পাকা সড়কের কালেরপাড়া ডাকঘর এলাকায় পুকুরে বিলীন হওয়া সড়কের ভাঙা অংশে জরুরী ভি‌ত্তিতে সংস্কার কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

মঙ্গলবার (২০মে) বিকেল ৩টা থেকে ভাঙা সড়কের সংস্কার কাজ শুরু করা হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এরআগে সোমবার সকাল ১১টা পর্যন্ত বর্ষণের কারণে সড়কের প্রায় ১২মিটার অংশ ভেঙে পাশের ব্যক্তিমালিকানাধীন পুকুরে বিলীন হয়ে যায়। ফলে জনগুরুত্বপূর্ণ এই সড়কে যোগাযোগ ব্যবস্থার চরম বিপর্যয় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর থেকে বড়িয়া তিনমাথা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পাকা সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পাকা করা হয়েছে। এই সড়কটি এলাকাবাসির জন্য অধিক গুরুত্বপূর্ণ। প্রতিদিন ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়টির দুই পাশের জমির মালিকেরা অপরিকল্পিতভাবে অসংখ্য পুকুর খনন করেছে।

প্রতিবছর বর্ষা মৌসুমে রাস্তার দুই পাশের বাড়ির পানি গড়ে বিভিন্ন স্থানের পাকা অংশ ভেঙে বিলনি হয়। তারই ধারাবাহিকতায় কয়েক দিন ধরে কালেরপাড়া গ্রামে ডাকঘরের সামনের অংশ ভেঙে পাশের পুকুরে বিলীন হয়েছে। এতে দুর্ভোগে পড়েন এলাকার প্রায় শতাধিক গ্রামের নানা শ্রেণি-পেশার মানুষ। এ অবস্থায় সড়কটির ভাঙা স্থানে দুর্ঘটনা এড়াতে লাল নিশান উড়িয়ে সতর্ক সংকেত দেয় স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ধুনট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে ধুনট বার্তাকে বলেন, সড়কের ভাঙা অংশ সংস্কার করতে ৩-৪দিন সময় লাগতে পারে। স্থানীয় একজন ঠিকাদারকে সংস্কার কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া এ কাজে এলজিইডির নিয়োগকৃত নারী শ্রমিকরা সহযোগীতা করছে।  

Latest

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ