অনার্স চতুর্থ বর্ষের দু’টি পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক.


উত্তরাঞ্চলসহ সারা দেশে বন্যা পরিস্থিতি অবনতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৩ ও ২৬ আগস্ট অনুষ্ঠেয় ২০১৬ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, দেশের বন্যা পরিস্থিতির অবনতির কারণে পরীক্ষা দুটি স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয় বিজ্ঞাপ্তিতে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ