অবশেষে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে ত্রাণ পাঠাচ্ছে ভারত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে ত্রাণ পাঠাবে ভারত সরকার। তবে মানবিক কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র। রোহিঙ্গা মুসলিমদের নিয়ে ইতিমধ্যেই সাড়া জেগেছে আন্তর্জাতিক মহলে।

    ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের এক মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে আজ বৃহস্পতিবার প্রথম ত্রাণ পাঠানো হবে বাংলাদেশের চট্টগ্রাম বিমানবন্দরে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা এই ত্রাণ হস্তান্তর করবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে। এই ইস্যুতে ভারতকে পাশে পাওয়ার কথা আগেই জানিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    পিটিআই সংবাদদাতা জানিয়েছে, রোহিঙ্গা অনুপ্রবেশ সমস্যা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে আলোচনা হয়। এরপরই ভারত সরকার ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্করের সঙ্গে গত সপ্তাহেই দেখা করেছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জিম আলি।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ