অবশেষে হচ্ছে ‘বাহুবলী ৩’!

বিনোদন ডেস্ক.

‘বাহুবলী’ নিয়ে আর কোনো সিনেমা তৈরি করবেন না- এমনটিই ঘোষণা দিয়েছিলেন বাহবলী-১ এবং বাহুবলী-২ এর পরিচালক এস এস রাজামৌলি। বাহবলীর এত সাফল্যের পর এই এক ঘোষণায় মন খারাপ হয়েছিল সিনেপ্রেমীদের। তবে দর্শকদের প্রবল প্রত্যাশার মুখে নিজের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলেন তিনি।
সম্প্রতি পরিচালক জানান, ‘বাহুবলী ৩’ তৈরি করতেই পারেন। তবে তার জন্য বিশেষ একটি শর্ত পূরণ করা প্রয়োজন। কি সেই শর্ত?
এক সাক্ষাৎকারে রাজামৌলি বলেন, ‘আমাদের ছবিটা দর্শকদের পছন্দ হয়েছে গল্পের জন্য। সেজন্যই এর বাজার এত ভালো। আমি যদি শুধু বাজার ধরার জন্য ছবি তৈরি করি তাহলে নিজের কাজের প্রতি সৎ থাকা হবে না। তাই আগের দুটো ছবির মতো ভালো গল্প যদি কাহিনিকাররা লিখতে পারেন, তবেই বাহুবলী ৩ নিয়ে ভাবনাচিন্তা করতে পারি।’
গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে ‘বাহুবলী ২’। ‘বাহুবলী ২’ ঝড়ে এখনও মজে রয়েছে ইন্ডাস্ট্রি। বক্স অফিসের যাবতীয় রেকর্ড ইতিমধ্যেই পেরিয়ে গেছে ছবিটি। ভারতীয় সিনেমার ইতিহাসে তৈরি করেছে নতুন বেঞ্চমার্ক। তার মধ্যেই ছবির পরিচালকের ‘বাহবলী ৩’ নির্মাণ নিয়ে ইতিবাচক ইঙ্গিত দর্শকমহলে উত্তেজনা যেন দ্বিগুণ করেছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ