অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ঈশিকা

বিনোদন ডেস্ক.

গত বছর কায়সার খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরপরই লন্ডনে চলে গিয়েছিলেন মডেল ও অভিনেত্রী ঈশিকা খান। সেখানে স্বামী-সংসার নিয়ে টানা ৬ মাস কাটানো পর গেল ১৩ এপ্রিল পুত্রসহ দেশে ফিরেছেন তিনি। শোনা যাচ্ছে, এবার অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে ঈশিকা বলেছেন, ‘লন্ডনে থাকাকালীন কিছুটা মুটিয়ে গিয়েছি। তাই দেশে ফিরেই ওজন কমানোর চেষ্টা করছি। তাছাড়া আমার ছেলে কিয়ানের বয়স মাত্র চার মাস। তাকে ছেড়ে একমুহূর্ত দূরে থাকা সম্ভব হচ্ছে না। তবে এখন আমি প্রস্তুত হচ্ছি।’
তিনি আরও বলেন, ‘দেশে ফেরার পর থেকে অনেক নির্মাতা, ফ্যাশন হাউজ, টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু সার্বিক দিক বিবেচনা করে এই সময়ে কাজে ফিরতে পারছি না। পুরোপুরি প্রস্তুত হয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে আরও মাস দুয়েক সময় লাগবে।’
উল্লেখ্য, ২০১৬ সালের ১ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে হয় কায়সার খান এবং ঈশিকা খানের। সিলেটের সন্তান হলেও পেশাগত কারণে লন্ডনে থাকেন কায়সার। সেখানকার এসটি হেলিয়ার হাসপাতালে গত বছরের ডিসেম্বরে প্রথম সন্তানের জন্ম দেন ঈশিকা। ছেলের নাম রেখেছেন কিয়ান মাহমুদ খান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ