অভিযোগ করায় মুক্তিযোদ্ধা চিকিৎসা বরাদ্দ থেকে নাম বাতিল

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট থেকে.

লালমনিরহাটের হাতীবান্ধায় “মুক্তিযোদ্ধা সজ্ঞা” অনুযায়ী মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরীর দাবী করায় চিকিৎসা বরাদ্দ তালিকা থেকে অসুস্থ্য মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেয়া হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে।
হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বলেন, আমিসহ আমার কয়েকজন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা “মুক্তিযোদ্ধা সজ্ঞা” অনুযায়ী মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরীর দাবী করে বিভিন্ন দপ্তরে আবেদন করি। ওই আবেদনে হাতীবান্ধা উপজেলার ১৫৯ জনের নাম উল্লেখ্য করে তাদের কাগজ-দলিলপত্র দেখতে অনুরোধ জানাই। এ নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি। এমতবস্থায় মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য বরাদ্দকৃর্ত হাট-বাজারের উত্তোলনকৃত অর্র্থ থেকে উন্নত চিকিৎসার জন্য আবেদন করি। কিন্তু আমরা যারা ‘মুক্তিযোদ্ধা সজ্ঞা’ অনুযায়ী মুক্তিযোদ্ধার তালিকা তৈরীর পক্ষে অদৃশ্য কারনে তাদের নাম উন্নত চিকিৎসা অর্থ বরাদ্দের তালিকা থেকে রহস্য জনক কারণে বাদ দেয়া হয়েছে। তিনি বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে ইতোমধ্যে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক বলেন, হাট-বাজারের অর্থ থেকে যেসব মুক্তিযোদ্ধা উন্নত চিকিৎসার জন্য অর্থ চেয়ে আবেদন করেছেন তাদের নাম বাদ যাওয়ার কথা নয়। কেন বাদ গেলো তা আমার জানা নেই।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির বলেন, আমি এ ধরণের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ