অভিষেকের সঙ্গে সুখী নন ঐশ্বরিয়া!


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.



    তাদের সম্পর্ক ও দাম্পত্যজীবন নিয়ে সিনেমাপ্রেমীদের কৌতূহলের অন্ত নেই। আপাতভাবে তাদের দেখলে সুখী দম্পতি বলেই মনে হয়। কিন্তু, সম্প্রতি খোদ অভিষেক বচ্চনই জানিয়েছেন, ঐশ্বরিয়া নাকি তার সঙ্গে সুখী নন!

    ব্যাপারটি ঠিক কী?
    সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, একটি চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে না পারায় জুনিয়র বচ্চনের ওপর বেজায় চটেছেন সাবেক বিশ্বসুন্দরী। সম্প্রতি অনলাইনে নিজের নতুন ছবি ‘ব্যাংক চোর’ সংক্রান্ত একটি খেলায় অংশ নেওয়ার জন্য অভিষেক বচ্চনকে আহ্বান জানান অভিনেতা রিতেশ দেশমুখ। কিন্তু খেলাটি শেষ করতে পারেননি জুনিয়র বচ্চন। সেই কারণে স্ত্রী ঐশ্বরিয়া যে তার ওপর বেশ চটে যাবেন, তা নিজে মুখে স্বীকার করেছেন অভিষেক।

    নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন রিতেশ দেশমুখ। ভিডিওতে অভিষেক বচ্চন বলেন, ‘আমি চেষ্টা করেছিলাম, খুবই চেষ্টা করেছিলাম। কিন্তু পারলাম না ব্রাদার। মনে হয় না, আমার বউ খুব একটা খুশি হবে। কিন্তু আমি চেষ্টা করেছিলাম। এখন এটা তোমার ওপরই ছেড়ে দেব। এই কাপ চ্যালেঞ্জটা তোমার জন্য। তুমি এই খেলার জন্য শ্রেষ্ঠ।’

    পাশাপাশি নতুন ছবি ‘ব্যাংক চোর’র জন্য রিতেশ দেশমুখকে শুভকামনাও জানিয়েছেন অভিষেক। ভিডিওতে তিনি বলেছেন, ‘ব্যাংক চোর আসছে। আমার ছোট ভাই রিতেশ, থাপাসহ গোটা টিমের জন্য শুভেচ্ছা রইল। গুড লাক।’

    জে পি দত্তের আগামী ছবি ‘পল্টন’-এ দেখা যাবে অভিষেক বচ্চনকে। টুইটারে নিজের নতুন ছবির কথাও ঘোষণা করেছেন অভিষেক।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ