অস্ট্রিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্ক.


ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে অস্ট্রিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে বিমানের একটি বিশেষ ফ্লাইটে ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

সেখানে আগামীকাল ৩০ মে ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে আবদান’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া আইএইএর মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী সেখানে বাংলাদেশি কমিউনিটির এক ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। সফর শেষে ৩১ মে সকালে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ