Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী বার্নাবি জয়েসসহ পাঁচজন রাজনীতিবিদকে অযোগ্য করেছে দেশটির একটি আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রত্যেকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
একই সঙ্গে তারা ভুলভাবে নির্বাচন করেছিলেন বলেও জানানো হয়েছে। কেননা দেশটির আইনে দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে বিধি নিষেধ রয়েছে। ফলে অফিসিয়ালভাবে উপ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হবে বার্নাবিকে। একই সঙ্গে নিজ নিজ পদ হারাচ্ছেন অন্য চার সিনেটর।
বাকি চার সিনেটর হলেন, ফিয়োনা ন্যাশ, ম্যালকম রবার্টস, লারিসা ওয়াটার্স এবং স্কট লুদমাম।
শুক্রবার বিবিসির খবরে বলা হয়েছে, বার্নাবি জয়েস দেশটির রায়ের মাধ্যমে পদ হারালেও দেশটির নিম্নকক্ষে পুনরায় নির্বাচনের মাধ্যমে আবারো তার স্থলাভিষিক্তের সম্ভাবনা রয়েছে। কেননা গত আগস্টে তিনি নিউজিল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে আবারো নিম্ন কক্ষে নির্বাচনের অঙ্গিকার করেছিলেন।
রায় মেনে নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জয়েস বলেছেন, ‘আমি আদালতের প্রতি শ্রদ্ধশীল’।
তিনি বলেন, ‘আমরা একটি গণতন্ত্রের মধ্যে বাস করি। এটাকে আমাদের সমন্বয় করতে হবে। আদালতের দেয়া রায় গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য মঙ্গলজনক সিদ্ধান্ত।’