অস্ট্রেলিয়ার বিপক্ষে মুমিনুল-মাহমুদউল্লাহকে চান আফতাব


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    গত কয়েক দিনে ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে থাকছেন না মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদ। আর হবেই না কেন? মিরপুরে অনুশীলনে ছিলেন না দেশসেরা এই দুই ব্যাটসম্যান। নেই প্রস্তুতি ম্যাচেও। আর তাতে অবাক হয়েছেন ক্রিকেটবোদ্ধা হতে শুরু করে সর্বস্তরের জনতা। এমন খবর শুনে অবাক হয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদও। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতে হলে মাহমুদউল্লাহ ও মুমিনুলকে খুবই প্রয়োজন বলছেন সাবেক এ ড্যাশিং ব্যাটসম্যান।

    শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলা সবশেষ টেস্ট ম্যাচেও ছিলেন না মাহমুদউল্লাহ ও মুমিনুল। সে ম্যাচটিতে জয় লাভ করে বাংলাদেশ। আর তাই উইনিং কম্বিনেশন ভাঙতে রাজী হচ্ছেন না প্রধান কোচ হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই তার কোনো পরিকল্পনাতেই নেই মাহমুদউল্লাহ ও মুমিনুল। আফতাব এটাকে ভাবছেন বড় ধরণের আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে অভিজ্ঞতার প্রয়োজন বেশি হবে মনে করছেন এ সাবেক ক্রিকেটার।

    অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের কম্বিনেশন নিয়ে আফতাব বললেন, ‘অস্ট্রেলিয়া যেহেতু কঠিন একটা দল, আমার মনে আমাদের সেরা দলটায় নামানো উচিৎ। আর সেরা দল বলতে আমি অভিজ্ঞদের কথা বলছি। আমাদের দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ। অবশ্যই ও দলে থাকলে অনেক ভালো হবে। আর মুমিনুল তো অবশ্যই। কারণ ও পরীক্ষিত খেলোয়াড়। যে ব্যাটসম্যান একশ করতে পারে, দেড়শ করতে পারে সে কিন্তু পরীক্ষিত খেলোয়াড়।’

    বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেরা টেস্ট গড়টি মুমিনুল হকের। ২২ ম্যাচ খেলে ৪৬.৮৮ গড়ে করেছেন ১৬৮৮ রান। সাম্প্রতিক ফর্মটাও দারুণ। ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলেছেন। আর সদ্য চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে করেছেন হাফসেঞ্চুরি। অভিজ্ঞতার বিচারে বরাবরই এগিয়ে মাহমুদউল্লাহ। ফর্মহীনতার অজুহাতে বাদ দিতে চাইলেও সাম্প্রতিক সময়ে খেলছেন দারুণ। চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথমবারের মতো কোন আইসিসির টুর্নামেন্টে সেমি-ফাইনালে খেলে টাইগাররা।

    এমন দুই ব্যাটসম্যানকে বাদ দেওয়া হচ্ছে শুনে অবাক হন আফতাব। বিষয়টিকে সম্পূর্ণ ম্যানেজমেন্টের ব্যাপার বললেন তিনি। তবে সাবেক ক্রিকেটার হিসেবে এই দুই তারকাকে দলে প্রয়োজনীয়তার কথা জানিয়ে বললেন, ‘এটা আসলে ম্যানেজমেন্টের ব্যাপার। তারপর একজন সাবেক ক্রিকেটার কিংবা দর্শক হিসেবে আমি চাই ওরা দলে থাকুক। আমি জানিনা কেন এটা হচ্ছে। আমার সাথে ওর (মুমিনুল) অনেক দিন কথা হয়নি। জানিনা অন্য কিছু হয়েছে কিনা। আমি সবসময় ভাবি এমন একটা পরীক্ষিত খেলোয়াড় কিভাবে দলে থাকেনা।’

    শুক্রবার রাতেই ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া। অসিদের বিপক্ষে এবার ভালো কিছুই হবে বলে আশা করছেন আফতাব। আর তাই সেরা দলটিই চাচ্ছেন তিনি, ‘যাচাই বাছাই করা যায়। তবে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এটা করলে আমাদের বিপদে পড়ার সম্ভবনাটা বেড়ে যায়। এখন এটা ম্যানেজমেন্টের ব্যাপার। তবে যত ভালো দল নামাবে তত ভালো।’

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ