অস্ট্রেলীয় দূতাবাসে বোমা হামলার হুমকি

নিউজ ডেস্ক.

ঢাকার গুলশানে অস্ট্রেলিয়ার হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে একটি অজ্ঞাত ই-মেইল বার্তা পাঠিয়ে এ হুমকি দেয়া হয়।
গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ই-মেইল বার্তায় অস্ট্রেলিয়ার হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে বোমা মেরে কার্যালয় উড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়।
ওসি আবু বক্কর সিদ্দিক আরো জানান, অস্ট্রেলীয় হাইকমিশনে আগে থেকেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আজকের ই-মেইল বার্তার পর তা আরো জোরদার করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ