Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে ইরাকের উত্তরাঞ্চলীয় তাল আফারের তিনটি জেলা পুনর্দখল করেছে দেশটির সরকারি বাহিনী। মঙ্গলবার এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনাদের সহযোগিতায় ইরাকি সেনা, পুলিশ ও আধা সামরিক জোট হাসেদ আল সাব্বি গ্রুপের সদস্যরা গত দুই দিনে আইএস নিয়ন্ত্রিত তাল আফারের তিনটি জেলা আল কিফাহ, আল নূর ও আল আসকারির নিয়ন্ত্রণ নিয়েছে।
হাসেদ গ্রুপের মুখপাত্র আহমদ আল আসাদি বলেন, ‘তুমুল লড়াইয়ের পর ইরাকি বাহিনী তিন জেলার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।’
এদিকে, তাল-আফার মুক্তি অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদুল আমির ইয়ারাল্লাহ জানান, নিরাপত্তা বাহিনী আইএসের কাছ থেকে তাল-আফার শহরের আল কাসক তেল শোধনাগারের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।
এর আগে, রবিবার তাল আফার শহরটি আইএসের কাছ থেকে পুনরুদ্ধার অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বাগদাদে আল আবাদির সাথে সাক্ষাৎ করে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। জেমস ম্যাটিস বলেন, ‘জঙ্গিরা পালাচ্ছে। নাগরিকরা এখন আইএস থেকে মুক্ত।’