আইন অনুযায়ী খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


কয়েকটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

    আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কার্যালয়ে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানিয়েছেন।

    গত ৯ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার এলাকায় বাসে পেট্রলবোমা হামলার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

    ১২ অক্টোবর মানহানির একটি মামলা ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ‘গ্রেপ্তারি পরোয়ানা জারি কিংবা বিচার-সবই কিন্তু আইন অনুযায়ী চলছে। আইন অনুযায়ী যেটা হবে, সেটাই হবে। এখানে আমাদের কিছু করার নাই। আইন, আইন অনুযায়ী চলবে’।

    রোহিঙ্গাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ওপর নজর রাখা হচ্ছে। তারা কোনো অপরাধে জড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    মন্ত্রী জানান, সরকারের বেশ কিছু প্রবীণবান্ধব কর্মসূচি আছে যা সামাজিকভাবে তাদের জীবন উন্নয়নে সহায়ক হবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ