আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি

ক্রীড়া ডেস্ক.

আগামী জুনের ১ তারিখ থেকে ইংল্যান্ডে শুরু হবে ক্রিকেটের অন্যতম সেরা আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরে অংশ নেবে র‍্যাঙ্কিংয়ের প্রথম ৮টি দল। বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে ২০১৭ আসরের। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশ। ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত সুচি প্রকাশ করেছে আইসিসি।
চূড়ান্ত পর্বে আগামী ১ জুন খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
দেখে নিন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ এর সময়সূচি-

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ