আগামী নির্বাচন সহায়ক সরকারের গঠনের মাধ্যমেই অনুষ্ঠিত হবে- খোকা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.



    আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন দলীয় সরকারের অধিনে অনুষ্ঠিত হবে না। নির্বাচন কালীন সময়ে সহায়ক সরকার গঠনের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে এতে কোন সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির উপদেষ্ঠা ও উপজেলা বিএনপির আহয়ক জানে আলম খোকা।

    তিনি বলেন দেশের কৃষিখাত আজ ধ্বংসের মুখে। কৃষকরা তাদের ন্যয্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দেশের প্রতিটি সেক্টরে আজ দূর্নীতি, চাদাবাজী, ঘুস, খুন, গুম বেড়েই চলছে। বর্তমানে সরকারের দলীয় এমপি- মন্ত্রী দেশের টাকা বিদেশে পাচার করে টাকার পাহাড় জমিয়েছে। যার ফলে দেশের অর্থনীতির চাকা স্থবির হয়ে পড়েছে। যার দরুন সাধারণ মানুষের অতি কষ্টের সঞ্চয়কৃত টাকার উপর নজর পড়েছে বর্তমান সরকারের অর্থ মন্ত্রীর। সরকার দলীয় নেতাকর্মীদের হুসিয়ারী করে বলেন সময় থাকতে নির্বাচন কালীন সহায়ক সরকার গঠনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা করুন নইলে এ এদেশের জনগন তাদের অধিকার আদায়ে কোন আপষ করবে না। ঘরের বাইরে বেরতে পারবেনা না।

    গত ১৬ জুন শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন ও ধুনটমোড় বন্দর কমিটিসহ বিএনপির অঙ্গসংগঠন আয়োজিত অত্র ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মরহুম আব্দুল কুদ্দুস খোকন ও উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মরহুম আব্দুস সালামের বিদেহি আত্মার মাগফিরাত কামনার্থে শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোন্নাফের সভাপতিত্বে শোকসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিলন, শাহবন্দেগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিরেন শাহবন্দেগী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ, আব্দুস সালাম, আলী আজগর মাষ্টার, মাওলানা মোকাল্লেম আলী, আজিজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ