আগ্নেয়গিরি থেকে সন্তানকে বাঁচাতে গিয়ে দম্পতির মৃত্যু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


আগ্নেয়গিরির ফুটন্ত কাদার মধ্যে পড়ে গত মঙ্গলবার একই পরিারের ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ইতালির নেপলস-এর কাছে পোজ্জুওলি শহরের সোলফাতারা গহ্বরে। মূলত পর্যটনের জন্য এলাকাটি জনপ্রিয়।

    উত্তর ইতালির মেওলো শহরের এক বাসিন্দা, তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। বড় ছেলে লোরেঞ্জো ঘুরতে ঘুরতে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ে। পরে তার পা পিছলে প্রায় দশ ফুট গভীর গর্তে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে গর্তে পড়ে প্রাণ হারান তার বাবা-মা। সাত বছরের ছোট ছেলেটি কাঁটাতারের বেড়ার বাইরে থাকায় প্রাণে বেঁচে গিয়েছে।

    তবে গর্তে গন্ধকের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে নাকি ঝলসে গিয়ে তারা মারা গেছেন, সেটা এখনও জানা যায়নি। ছবিতে দেখা গেছে, গর্তের অনেক ফুট নীচে পড়ে থাকা দেহগুলি তুলতে কাঠের কফিন নিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। সোলফাতারা গহ্বরটি ফ্লেগ্রিয়ান ফিল্ডস-এর অংশ। স্থানীয়রা একে ‘জ্বলন্ত’ মাঠ বলে ডাকেন। প্রাচীনকাল থেকেই অনেকগুলি মুখ এই আগ্নেয়গিরির।

    উল্লেখ্য, ১৫৩৮ সালে সর্বশেষ লাভা বের হয়েছিল এই গহ্বর থেকে। ভূতত্ত্ববিদরা এই অঞ্চলের তাপমাত্রা ও গ্যাসের উপরে নিয়মিত নজর রাখেন। কিছুদিন আগে ভারী বৃষ্টিপাতের কারণে গহ্বরের মুখে আরও কিছু ফাটল তৈরি হয়েছিল বলেও খবরে জানা যায়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ