আজও উপেক্ষিত নাসির

ক্রীড়া ডেস্ক.

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে একাদশে উপেক্ষিত অলরাউন্ডার নাসির হোসেনের আজও জায়গা হয়নি। যদিও খেলার আগে গুঞ্জন উঠেছিল জায়গা হতে পারে নাসিরের। কিন্তু তা আর হলো কোথায়?
গত বছর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে সর্বশেষ দুটি ওয়ানডে খেলেছিলেন নাসির। পারফরম্যান্সও ভালো ছিল। তারপরও নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ পাননি নাসির। এরপর ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দারুণ একটি সেঞ্চুরি করে শেষ পর্যন্ত নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন। সুযোগ পেয়েছেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলে। তবে শেষ পর্যন্ত মূল একাদশে উপেক্ষিতই থেকে গেলেন ফিনিশার খ্যাত নাসির হোসেন।
শুক্রবার ডাবলিনের মালাহাইডে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি ও দুটি বেসরকারি চ্যানেল গাজী টিভি ও মাছরাঙ্গা টিভি।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ থাকায় এই ম্যাচে খেলা হচ্ছে না টাইগার অধিনায়ক মাশরাফির। তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ