আজ ধুনটে ১৯জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগী দেখছেন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    স্টাফ রিপোর্টার.

    বগুড়ার ধুনট উপজেলায় ১১টি বিভাগের ১৯জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগী দেখছেন। ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা রোগী দেখবেন। বগুড়াস্থ ধুনট কল্যাণ সমিতি এই বিনামূল্যে বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।

    মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন ও বগুড়া শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেন। মেডিকেল ক্যাম্পে তাঁর নেতৃত্ব মেডিসিন বিভাগে রোগী দেখছেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফারুক হোসেন, ডা. আজমিরুল হক সরকার সুমন, ডা. জাহিদুর রহমান, ডা. মেহেদী সজল ও ডা. জুয়েল রানা।

    এছাড়া নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞ ডা. আব্দুর রাজ্জাক, সার্জারী বিশেষজ্ঞ ডা. সাজ্জাদুর রহমান, গাইনী বিশেষজ্ঞ ডা. ইউকেএম তাহমিনা সুলতানা, আশরাফুন্নেছা মৌসুমী, শিশু বিশেষজ্ঞ ডা. হুমায়ুন কবির, ডা. আশরাফুল আলম, চর্ম ও যৌণ রোগ বিশেষজ্ঞ ডা. নাহিদ হাসান নোবেল, ডা. জোবায়ের আহমেদ খাঁন, অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডা. ইমতিয়াজ আল শাফি, বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান, কিডনী বিশেষজ্ঞ ডা. সোহেল রানা, গ্যাষ্ট্রো ও লিভার বিশেষজ্ঞ ডা. অসীম ঘোষ এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. রনজিৎ সাহা মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখছেন।

    ধুনট কল্যাণ সমিতি আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে।


    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ