আজ সোমবার এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন


স্টাফ রিপোর্টার.

আজ সোমবার বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় এলাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এ সম্মেলনের উদ্বোধন হবে।

সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এছাড়া সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় বক্তব্য রাখবেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখবেন ধুনট উপজেলা আওয়ামী লীগ, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ ও অনান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে সম্মেলনে বগুড়া জেলা, ধুনট উপজেলা ও এলাঙ্গী ইউনিয়নের ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অংশ নিবেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন ধুনট বার্তাকে জানান, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ইতিপূর্বে এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তিতে গত ১৭সেপ্টেম্বর সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্ত মোতাবেক আজ ৩০ সেপ্টেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে ছাত্রলীগ নেতা আবু সালেহ স্বপন বলেন, সম্মেলন সফল করতে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ গত এক সপ্তাহ যাবত এলাঙ্গী ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ব্যাপক প্রচারনা চালিয়েছে। সম্মেলনে যোগ দেওয়ার জন্য সকল পেশার মানুষকে আমন্ত্রণ জানাই।

ইতিমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে ছাত্রলীগ নেতা আবু সালেহ স্বপন বলেন, সম্মেলন সফল করতে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ গত এক সপ্তাহ যাবত এলাঙ্গী ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ব্যাপক প্রচারনা চালিয়েছে। সম্মেলনে যোগ দেওয়ার জন্য সকল পেশার মানুষকে আমন্ত্রণ জানাই।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ