আফগানিস্তানে অভিযানে আইএস-প্রধান নিহত

নিউজ ডেস্ক.

চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটের আফগান প্রধান আব্দুল হাসিব মার্কিন ও আফগান বাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছেন। রবিবার আফগান ও মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
নানগারহার প্রদেশে গত ২৭ এপ্রিল যৌথ অভিযান চালায় আফগান বাহিনী ও মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা। ওই সময় আইএসের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে বড় অপারমাণবিক বোমা মোয়াব নিক্ষেপ করা হয়েছিল। অভিযানে হাসিব নিহত হয়ে থাকতে পারে বলে তখন পেন্টাগন থেকে জানানো হয়েছিল। তবে বিষয়টি নিশ্চিত ছিলেন তারা। রবিবার আফগানিস্তানে নিযুক্ত মার্কিন কমান্ডার জেনারেল জন নিকলসন এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৫ সালে আইএস কথিত খোরাসান প্রদেশ ঘোষণা করে। আফগানিস্তান ও পাকিস্তানে আইএসের শাখা পুরো অঞ্চলটিকে খোরাসান প্রদেশ নামে ডাকে। এরপর থেকে তারা অঞ্চলটিতে একাধিক হামলা চালায়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ