সেনাবাহিনীর পোশাক পড়ে একটি সামরিক ঘাঁটিতে চালানো তালেবান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। মাজার ই শরিফের সেনা ঘাটিতে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সৈনিকরা যখন শুক্রবারের নামাজের জন্য সেনা ঘাটির বাইরে বের হচ্ছিল, তখন সেনা সদস্যদের মতোই পোশাক পড়ে সন্ত্রাসীরা হামলা চালায়। তারা আরেকটি দল হামলা করে ক্যান্টিনে থাকা সেনাদের ওপর।
তালেবান জানিয়েছে, তাদের হামলাকারীরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে প্রথমেই ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে।
আফগানিস্তানের মাজার ই শরিফের বাইরে ওই সেনা ঘাটিতে দিনের শেষভাগেও হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ চলছিল এবং কর্তৃপক্ষ বলছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
সহিংসতায় কমপক্ষে ১০ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে।
এদিকে পেন্টাগন জানিয়েছে যে, ইসলামিক স্টেট গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদির একজন ঘনিষ্ঠ সহযোগী তাদের কমান্ডো অভিযানে নিহত হয়েছে।
আবদুল রহমান আল উজবেকি সিরিয়ায় নিহত হন, যিনি নববর্ষের রাতে ইস্তানবুলের একটি নৈশ ক্লাবে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।