সামরিক ঘাঁটিতে তালেবান হামলার জেরে আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ হাবিবি এবং সেনাপ্রধান কদম শাহ শাহিম পদত্যাগ করেছেন। সোমবার তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি।
প্রেসিডেন্ট গনির ভারপ্রাপ্ত মুখপাত্র হোসেইন মুরতাজাভি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। আফগান প্রেসিডেন্টের প্রাসাদ থেকে টুইটারে দেয়া বার্তায় বলা হয়, তাদের এ পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর হবে।
শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে মাজার ই শরিফ শহরের একটি সেনাঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে। জুমার নামাজ শেষে একটি মসজিদ থেকে বের হচ্ছিলেন আফগান সৈনিকরা, তখন প্রায় ১০ জনের মতো তালেবান জঙ্গি আফগান সেনাবাহিনীর পোশাক পরে সামরিক জিপ চালিয়ে ঘাঁটিটিতে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। ক্যান্টিনে থাকা সেনাদের ওপরও হামলা চালায় তারা।
জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পরে থাকায় সেনাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়, এ পরিস্থিতির সুযোগ নিয়ে জঙ্গিরা অনেককে হত্যা করে। এসময় কয়েকজন হামলাকারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় বলে জানান আফগান সেনা কর্মকর্তারা। আফগানিস্তানের কোনো সেনা স্থাপনায় চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি।
এ ঘটনায় ১০ তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে জানা যায়। হামলার পরপরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী তালেবান। উত্তর আফগানিস্তানে তালেবানের কয়েকজন প্রবীণ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানোর দাবি করেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। সূত্র: বিবিসি