আফগান সৌজন্যবোধে মুগ্ধ ভারত!

ক্রীড়া ডেস্ক.

গতকাল উপলে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাত উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ৷সানরা হেরেও মন জয় করেছে মুম্বাইয়ের৷বলা ভালো সকলেরই৷হায়দরাবাদের সৌজন্যে এই প্রথম আইপিএল-এ খেলছে আফগানিস্তান৷সেই দেশের দুই ক্রিকেটার মহম্মদ নবি, রশিদ খান আইপিএল-এ দুর্দান্ত ফর্মে রয়ছেন৷ওয়ার্নারের টিমে এই জুটি প্রতি ম্যাচেই প্রায় প্রথম একাদশে থাকেন৷
মুম্বাই ম্যাচের অষ্টম ওভারে হার্দিক পাণ্ডিয়া একটি রান নিয়ে নন স্ট্রাইকিং এন্ডে চলে আসেন৷দৌড়ানোর সময় পান্ডিয়ার জুতোর ফিতে খুলে যায়৷তিনি তখন নবিকে ইশারায় বলেন ফিতেটা বেঁধে দেওয়ার জন্য৷নবি ছুটে এসে কাজটা করেন৷তার এই স্পিরিট দেখে আরও একবার মুগ্ধ হল আইপিএল৷এই সব ঘটনাই প্রমাণ করে ক্রিকেট ‘ভদ্রলোকের’ খেলা৷এর আগে দিল্লি ম্যাচে এই কাজ মন ছুঁয়ে নিয়েছিলেন যুবরাজ সিং৷তিনি তার থেকে ১৬ বছরের ছোট ঋষভ পন্তের জুতোর ফিতে বেঁধে দিয়েছিলেন৷

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ