আবারও নওশীনের ‘বিয়ে’!

 

নিউজ ডেস্ক.


জনপ্রিয় অভিনেত্রী নওশীন নাহরিন মৌ আবারও বিয়ে করতে যাচ্ছেন। তবে এই বিয়ে বাস্তবে হচ্ছে না। ‘কমেডি ৪২০’ ধারাবাহিক নাটকের একটি পর্বে নওশীনের বিয়ে দেখানো হবে। ফরিদুল হাসান পরিচালিত নাটকটিতে নওশীনের চরিত্রের নাম এলিনা।

আজ দুপুরে নাটকটির শুটিং চলাকালীন নওশীন নিজের ফেসবুক আইডিতে বিয়ের সাজের একটি সেলফি প্রকাশ করেছেন এবং ক্যাপশনে লিখেছেন ‘আজ এলিনার বিয়ে’।

নাটকে বধু সাজতে কেমন লাগে- জানতে চাইলে এনটিভি অনলাইনকে নওশীন বলেন, ‘এর আগেও নাটকের গল্পের প্রয়োজনে আমি বহুবার বধু সেজেছি। ঠিক কতবার এই সংখ্যা বলা অনেক কঠিন। আবারও নাটকের চরিত্রের প্রয়োজনে বধূর সাজ নিতে হলো আজ। প্রথম প্রথম বধূর সাজ নিতে কষ্ট হতো না কিন্তু এখন আর ভালো লাগে না। মেক-আপ নিতে অনেকখানি সময় নষ্ট হয়। সাধারণত শুটিংয়ে আমরা ভারি মেক-আপ এড়িয়ে চলি কিন্তু বিয়ের সাজ হলে তা সেটা করা সম্ভব হয় না।’

নাটকে বিয়ের সাজের স্মৃতিচারণা করে নওশীন আরো বলেন, ‘একটি নাটকে গল্পের প্রয়োজনে আমার গায়ে হলুদ, বিয়ের অনুষ্ঠান ও বৌ-ভাত দেখানো হয়েছিল। নাটকে টানা তিনদিন জমজমাট বিয়ের আয়োজন দেখানো হয়। অনেকদিন আগে নাটকটির শুটিং করেছি। নাটকের নামটা এখন মনে করতে পারছি না।’

নওশীন, এখন অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একক নাটকের থেকে ধারাবাহিক নাটকের শুটিং অনেক বেশি করছেন বলে জানালেন তিনি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ