আবারও প্রকাশ্যে কিমের ব্যক্তিগত ছবি!


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.

শনিবার রাত মানেই পার্টি-হইহুল্লোড় আর দেদার খানাপিনা৷ মদ্যপান এবং আমোদ প্রোমোদেরও খামতি থাকেনা এই রাতে৷ বিশেষত সেলেবদের কাছে শনিবার রাত মানেই আনন্দ-ফুর্তির রাত৷ কিন্তু এর মাঝেও রয়েছেন এমন কিছু সেলেব্রিটি৷ যারা এই রাতটা সকলের সঙ্গে পার্টি না করে নিজেরাই নিজেদের মতন কাটান৷ এমনই এক সেলিব্রেটি হলেন কিম কার্দাশিয়ান৷ চা খাওয়ার এই ফটোগুলি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল সাইটগুলিতে৷
    ৩৬বছর বয়সী এই সেলেব্রিটি ইনস্টাগ্রামে তার ছবি শেয়ার করেন৷ বাড়িতে বসেই একান্ত ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি তিনি শেয়ার করলেন৷ যেখানে তিনি একেবারে নিজের খেয়ালে রয়েছেন৷ এবং চা খেতে দেখা গিয়েছে তাকে৷ হালকা মেক আপে ছবিটিতে কিমকে অসাধারণ সুন্দরী লাগছিল৷ আর এই ছবিটিতে তিনি পড়েছিলেন তার স্বামী কেনি ওয়েস্টের ক্যালাবেসাস অ্যাডিডাসের ট্র্যাক প্যান্টস আর সঙ্গে একটি সাদা রংয়ের টি-শার্ট৷ এই ছবিগুলির পাশাপাশিই তিনি আরও বেশ কিছু ছবিও আপলোড করেন যেখানে তার একান্ত ব্যক্তিগত কিছু মুহূর্ত দেখা গিয়েছে৷ যেখানে তিনি নিজের খেয়ালে নাচ করছিলেন৷
    তবে শুধু কিমই নন৷ তার বোন কার্টনিও যথেষ্ট অ্যাক্টিভ সোশ্যাল সাইটগুলিতে৷ তার পার্টির ছবি এবং ঘুরতে যাওয়ার ভিডিও সে প্রতিনিয়তই স্ন্যাপচ্যাটে আপলোড করেন৷ বেশ কিছুদিন আগে কিম তার নিজের ইনস্টাগ্রামে কেইলির লেটেস্ট বেশ কিছু নতুন কসমেটিক্সের ফটো শেয়ার করেছিলেন৷

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ