আবারও মেয়ের বাবা হলেন জুকারবার্গ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    আবারও কন্যাসন্তানের বাবা হয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। চলতি মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দেন তার স্ত্রী প্রিসিলা চ্যান। তারা সদ্যোজাত মেয়ের নাম রেখেছেন আগস্ট।

    এর আগে, গত মার্চে প্রিসিলা দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা বলে ঘোষণা দিয়েছিলেন জুকারবার্গ। এরপর চলতি মাসের শুরুতে জানান, সন্তানের জন্মের পর দুই মাসের ছুটি নেবেন তিনি। জুকারবার্গ দম্পতির ম্যাক্স নামে আড়াই বছর বয়সী আরেকটি মেয়ে আছে।

    সন্তান জন্মের খবর জানিয়ে সোমবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। ছবিতে দেখা যায়, মায়ের কোলে শুয়ে আছে ছোট্ট আগস্ট। বাবার কোলে বসে তার সঙ্গে খেলছেন ম্যাক্স। ওই পোস্টে জুকারবার্গ লেখেন, প্রিসিলা এবং আমি আমাদের মেয়ে আগস্টকে পেয়ে খুব খুশি।

    আগস্টের উদ্দেশে একটি চিঠিও লিখেছেন এ দম্পতি। ওই পোস্টেই জুকারবার্গ বলেন, ‘ওর উদ্দেশে একটি চিঠি লিখেছি আমরা। যে পৃথিবীতে সে বেড়ে উঠবে তার সম্পর্কে যেন সে সম্যক ধারণা পায়। তবে আমরা চাই, ও যেন খুব তাড়াতাড়ি বড় না হয়।’

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ