আবার একসঙ্গে অজয়-টাবু

নিউজ ডেস্ক.

ছোট একটি বিরতির পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন অজয় দেবগন ও টাবু। ছবিটি প্রযোজনা করবেন লাভ রঞ্জন। মুম্বাই মিররের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে এনডিটিভি। এর আগে লাভ রঞ্জন ‘পেয়ার কা পাঞ্চনামা’ নামে একটি ছবি পরিচালনা করেন। বাজেট অনুযায়ী ছবিটি বেশ ভালো ব্যবসা করেছিল।
অজয় দেবগন ও টাবুকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ‘দৃশ্যম’ ছবিতে। এদিকে, লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া ছবির আগে এই দুজনকে রোহিত শেঠির ‘গোলমাল’ সিরিজের ‘গোলমাল অ্যাগেইন’ ছবিতে দেখা যাবে। ‘গোলমাল অ্যাগেইন’ ছবিতে অভিনয় শুরুর আগে টাবু টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছিলেন, ‘অজয় আমার বন্ধু এবং বন্ধুর সঙ্গে কাজ করা সব সময় চমৎকার কিছু।’

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ