আবার একসঙ্গে শাহরুখ, ক্যাটরিনা ও আনুশকা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


    দীর্ঘ বিরতির পর আবার শাহরুখ খানের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মাকে। এর আগে এই তিন তারকা একসঙ্গে ‘জাব তাক হায় জান’ ছবিতে অভিনয় করেছিলেন। যশ চোপড়া পরিচালিত ছবিটি তখন বক্স-অফিসে ভালো অবস্থানে ছিল। এরপর তাঁদের তিনজনকে একসঙ্গে দেখা না গেলেও এবার আনন্দ এল রায়ের ছবিতে দেখা যাবে। খবরটি জানিয়েছে ফিল্মফেয়ার।

    এদিকে, ছবির পরিচালক এই তিনজনকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিলেও ছবির নাম এখনো প্রকাশ করেননি। ছবির নাম জানা না গেলেও জানা গেছে, এই ছবিতে শাহরুখ খান একেবারেই ভিন্ন রকমের চরিত্রে অভিনয় করবেন। শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি শাহরুখকে দেখা যাবে খর্বাকৃতি মানুষের চরিত্রে।

    বর্তমানে শাহরুখ খান ও আনুশকা শর্মা ইমতিয়াজ আলীর নতুন ছবিতে অভিনয় করছেন। এদিকে, ক্যাটরিনা কাইফের ‘থাগস অব হিন্দুস্তান’ শিগগিরই মুক্তি পাবে বলে জানা গেছে। ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আমির খান।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ