Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
কোয়েল মল্লিকের ফ্যানেদের জন্য সুখবর৷ বহুদিন পরে বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ২০১৫ সালে জিতের সঙ্গে ‘বেশ করেছি প্রেম করেছি’ ছিল শেষ ছবি কোয়েলের৷ তারপর বড় পর্দা থেকে বহুদিন দূরে ছিলেন৷ কিন্তু চলতি বছরে বড় পর্দায় বড়সড় প্রত্যাবর্তন ঘটছে এই নায়িকার৷ হাতে রয়েছে তিনটি বড় মুভি। প্রায় দুই বছর পরে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ছায়া ও ছবি’র হাত ধরেই ফিরতে চলেছেন এই অভিনেত্রী। ছবিতে অভিনয়ে রয়েছেন আবির চ্যাটার্জ্জী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, বরুন চন্দ, প্রিয়াঙ্কা সরকার ও ঋত্বিক। ছবিটিতে একেবারে অন্য রকম লুকে দেখা যাবে কোয়েলকে।
ছবির গল্প সম্পর্কে বলা হচ্ছে ‘সিনেমার মধ্যে একটি সিনেমা’। সিনেমার আসল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় হলেও সিনেমায় যিনি সিনেমা বানাচ্ছেন তিনি কৌশিক বাবুর স্ত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। যেটার প্রযোজকের ভুমিকায় রয়েছেন বরুন চন্দ। ছবির হিরোইন কোয়েল। গতকাল বুধবার লঞ্চ হল ছবির অফিসিয়াল লোগো৷ ছবিটি নিয়ে এতটাই এক্সাইটেড নায়িকা যে নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন সেই ছবিও৷ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবির শুটিং। আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে কোয়েলের ভক্তদের।
এছাড়াও রয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘ককপিট’। তারপরেই রয়েছে রাজীব বিশ্বাসের পরিচালনায় আরও একটি ছবি। নাম ঠিক না হলেও জানা গেছে, ছবিতে অভিনয় করছে সায়ন্তিকা এবং কোয়েল। হিরোর ভুমিকায় রয়েছে বাংলাদেশের অভিনেতা সাকিব খান। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হবে ছবিটি।