Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
এই কয়দিন আগে বাংলাদেশকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন তিনি। ভারতীয় দলের সাবেক ওপেনার বিরেন্দর শেবাগ বাংলাদেশকে ভারতের ‘নাতি’ বলে মন্তব্য করেছিলেন। তাঁর এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল। সেই শেবাগ এবার পরোক্ষভাবে বাংলাদেশকে উপেক্ষা করেছেন। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত হচ্ছে সেটা মোটামুটি নিশ্চিত। সে লড়াইয়ে কে জিতবে তা আগাম বলা মুশকিল, হলেও ভারতকে ফাইনালের আাগাম শুভকামনা জানিয়েছেন তিনি।
গতকাল রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটের বড় জয়ে চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারে খেলা নিশ্চিত করে ভারত। এই জয়ের পর দলকে শুভেচ্ছা জানিয়ে শেবাগ টুইট করেন, ‘চমৎকার একটি জয় পেয়েছে ভারত। খেলোয়াড়দের পারফরম্যান্সও ছিল অসাধারণ। তাই সেমিফাইনাল ও ফাইনালের জন্য শুভকামনা।’
তাহলে কি সে ম্যাচে ভারতই জিতবে, সেটা ধরে নিয়েছেন শেবাগ। তার মানে তিনি বাংলাদেশকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। এই বাংলাদেশ যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে টপকে সেমিতে উঠেছে সেটা হয়তো তিনি ভুলেই গেছেন। তা ছাড়া নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে যে অসাধারণ জয় পেয়েছে মাশরাফিরা তা হয়তো জানা নেই তাঁর।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠে ক্রিকেট বোদ্ধাদেরও বেশ প্রশংসা কুঁড়িয়েছে বাংলাদেশ। বেশ কয়েকজন কিংবদন্তি বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। সে রকম প্রশংসা তো করেননি, বরং বাংলাদেশকে খুব একটা গোনায় ধরছেন না তিনি।