আমেরিকাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে

নিউজ ডেস্ক.

মার্কিন নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল এইচ. আর. ম্যাকমাস্টার বলেছেন, উত্তর কোরিয়ায় সামরিক অভিযান চালানোর জন্য আমেরিকার প্রস্তুত থাকা উচিত। মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, কিম জং-উনের পরমাণু অস্ত্র নির্মাণ পরিকল্পনা ঠেকানোর অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করা উচিত। পিয়ংইয়ং’য়ের বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা কঠোর ভাবে বাস্তবায়নের আমেরিকার আন্তর্জাতিক এবং আঞ্চলিক অংশিদারদের নিয়ে কিছু করা উচিত বলে মনে করেন তিনি।
উত্তর কোরিয়ার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা জোরদার করার পাশাপাশি প্রয়োজনে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি আমেরিকার নিতে হবে বলে জানান তিনি। এ ধরণের পদক্ষেপে আমেরিকাকে তার আন্তর্জাতিক মিত্রদের সমর্থন করা উচিত উল্লেখ করে তিনি আরো বলেন, পিয়ংইয়ং’য়ের মোকাবেলা সবারই একযোগে করা উচিত কারণ পরমাণু অস্ত্রধর উত্তর কোরিয়াকে কেউ মেনে নেবেন না।
ক্ষেপণাস্ত্র এবং সম্ভব্য পরমাণু পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার উত্তেজনা যখন তুঙ্গে তখন এরকম বক্তব্য দিলেন ম্যাকমাস্টার। তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস ও ফক্স নিউজ অনলাইন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ