আর্জেন্টিনাকে লজ্জায় ডোবালো নাইজেরিয়া


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.


খেলার ৪৪ মিনিটে কেলেচি আইহিনাচোর বাঁকানো ফ্রি কিক ঠেকাতে পারেননি আর্জেন্টাইন গোলরক্ষক অগাস্তিন মারচেসিন।

    দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুটি গোল বানিয়ে দেন এ মৌসুমে ম্যান সিটি থেকে লিস্টার সিটিতে যোগ দেওয়া ২১ বছর বয়সী ফরোয়ার্ড আইহিনাচো। ৫২ মিনিটের গোলে সমতা ফেরান আইওবি। আইদোয়ু ৫৪ মিনিটে গোল করে এগিয়ে দেন নাইজেরিয়াকে।

    খেলার ৭৩ মিনিটে আইওবি নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে চতুর্থ গোল করে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেকটি ঢুকিয়ে দেন।পিছিয়ে পড়েও আর্জেন্টিনার বিরুদ্ধে বড়ো জয় তুলে নিলো নাইজেরিয়া। মঙ্গলবার ক্রাসনোদার স্টেডিয়ামে এগিয়ে গিয়েও মেসি বিহীন আর্জেন্টিনা ৪-২ গোলে হেরে গেছে নাইজেরিয়ার কাছে।

    খেলার ৩৬ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু পিছিয়ে পড়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় নাইজেরিয়া। সর্বশেষ ২০১১ সালের জুনে আরেক প্রীতি ম্যাচে ৪-১ গোলে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল তারা। কিন্তু এদিন মেসি না থাকলেও দল ছিল পূর্ণ শক্তির।

    মেসির জায়গায় পাউলো দিবালাকে ডেকেছিলেন হোর্হে সাম্পাওলি। আর্জেন্টাইন এই কোচের অধীনে টানা দ্বিতীয় ম্যাচ একাদশে জায়গা পান সের্হিয়ো আগুয়েরো। রাশিয়ার বিপক্ষে দলকে জেতানোর পুরস্কারই যেন পেলেন তিনি।

    ২৭ মিনিটে ফ্রি কিক থেকে আর্জেন্টিনাকে প্রথমে এগিয়ে দেন এভার বানেগা। ব্যবধান ৩৬ মিনিটে দ্বিগুণ করেন আগুয়েরো। ডানদিক থেকে পাভনের পাস নিখুঁতভাবে নাইজেরিয়ার জালে পাঠান ম্যানসিটির সর্বকালের শীর্ষ গোলদাতা। জাতীয় দলের জার্সিতে ৩৬তম গোল করে সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় তিনি এককভাবে তিন নম্বরে জায়গা করে নেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ