আলভিরা’স কুমিল্লায় ১৫% ছাড়


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

স্টাফ রিপোর্টার.


    রমজান উপলক্ষে আলভিরা’স বিউটি কেয়ার কুমিল্লা ব্রাঞ্চে হেয়ার রিবন্ডিং এবং হেয়ার কালারে দিচ্ছে ১৫ শতাংশ ছাড়। চুলের যত্ন ও সৌন্দর্য বৃদ্ধির এই অফার চলবে ২০ জুন পর্যন্ত।

    ইমপোর্ট প্রডাক্ট দিয়ে আলভিরা’স এর স্পেশাল সার্ভিসে ভিটামিন সি ইউথ হোয়াইটেনিং ফেসিয়াল, পার্ল এন্ড গোল্ড ফেসিয়াল, ক্লে মাক্স ফেসিয়াল, কফি ফেসিয়াল, ডায়মন্ড ফেসিয়াল এবং ত্বকের সমস্যার জন্যও রয়েছে আরো অনেক ফেসিয়াল।

    আলভিরা’স চালু করেছে নতুন হেয়ার ট্রিটমেন্ট এক্স-টেনসো। চুলের যত্নে রয়েছে ফ্রুট হেয়ার স্পা, হানি হেয়ার স্পা, ড্যামেজড হেয়ার স্পা ছাড়াও চুল পড়া রোধের জন্য রয়েছে কয়েক ধরনের ট্রিটমেন্ট। এছাড়াও বডি স্পা, ডিলাক্স পেডিকিওর মেনিকিওরতো থাকছেই।

    যোগাযোগ: আলবির টাওয়ার (৩য় তলা), মডার্ন স্কুল এর পার্শে, রানির বাজার রোড, কুমিল্লা। ফোন: ০১৭৭৪৩০৩৯৬৩। ফেসবুক: www.facebook.com/alviras.comilla

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ