আলোকিত হলো পত্নীতলার ৩টি গ্রাম

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি.

পত্নীতলায় উপজেলার আমাইড় ইউপির ৩টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন মঙ্গলবার করা হয়েছে।
বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে আমাইড় ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে উক্ত ইউপির খামাড় পাড়ায় আমাইড় ইউপির চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আমাইড় ইউপির ৩টি গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইছাহাক হোসেন, সাধারন সম্পাদক আব্দুল গাফফার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, মাহবুব আলম চৌধুরী, আবুল কালাম আজাদ, ফাতেমা জিন্না ঝর্না, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান গোল্ডেন, সাংবাদিক দিলিপ চৌহান, আবুল কালাম আজাদ অরুন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম কম রাজিব কুমার, জুনিয়র ইঞ্জিনিয়ার রাজু হাসান সহ পবিসের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সূধীজন প্রমূখ।
বিদ্যুতায়িত তিনটি গ্রাম হলো, আমাইড়ের খামাড় পাড়া ১৫৮, আমাইড়ের গঙ্কাহার ১৫৪ এবং আমাইড়ের সুবল ডাঙ্গায় ১৩৭ মিটার। সর্বমোট ৪৪৯ টি ঘরে নতুন মিটারের সংযোগ দেয়া হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ