Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
পরপর দুটি উকিল নোটিশ পাঠানোর পর, দুদিনের মধ্যে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে ‘আল্লাহ মেহেরবান’ গানটি সরিয়ে নেওয়া হয়েছে। এই গানটি ব্যবহার করা হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ‘বস ২’ ছবিতে। গানে কলকাতার নায়ক জিৎ ও বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়াকে অংশ নিতে দেখা যায়। তাদের পোশাক ও নৃত্যভঙ্গি নিয়ে বিভিন্ন মহলে আপত্তি ওঠার পর পরই আদালত থেকে দুজন আইনজীবী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বরাবর উকিল নোটিশ পাঠান।
সৃষ্টিকর্তার নামকে আপত্তিকরভাবে চিত্রায়িত করার জন্য জাজ মাল্টিমিডিয়াকে তিনদিনের মধ্যে গানটিকে ইউটিউব থেকে সরিয়ে ফেলার আইনি নোটিশ দেওয়া হয়েছিল।
তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার থেকে গানটি আর জাজের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে না। গানটি জাজ কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন।
এনটিভি অনলাইনকে খোকন বলেন, ‘গানটি আমরা সরিয়ে নিয়েছি। আমরা আইনি নোটিশ না পেলেও ধর্মীয় কারণে গানটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছি। আজই গানটি সরানো হয়েছে।’
এ সপ্তাহেই জাজ মাল্টিমিডিয়া ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের গানটি প্রকাশ করেছিল নিজেদের ইউটিউব চ্যানেলে। গানটি প্রকাশের পর পরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। ‘বস-২’ নামের চলচ্চিত্রে ব্যবহৃত এই গানে দেখা যায় কলকাতার নায়ক জিৎ ও বাংলাদেশের নায়িকা ফারিয়া গানের তালে তালে ঠোঁট মেলাচ্ছেন আর নাচছেন। কিন্তু গোল বাঁধে ফারিয়ার পোশাক ও নৃত্যভঙ্গি নিয়ে, যেগুলোর সঙ্গে গানের বক্তব্যের কোনো মিল নেই।
‘আল্লাহ মেহেরবান’ গানের কথা লিখেছেন কলকাতার প্রাঞ্জল, সুর করেছেন জিৎ গাঙ্গুলী, গানটি গেয়েছেন নাকাশ ও জনিতা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রতিষ্ঠান জিৎ’স ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। ছবিটি আসন্ন ঈদে বাংলাদেশে মুক্তি দেওয়ার কথা রয়েছে।