আশ্রয়কেন্দ্রের পথে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

নিউজ ডেস্ক.


    ভোলায় ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাত থেকে রক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে কাদাপানিতে মায়ের কোল থেকে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মনপুরা উপজেলার কলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

    এ বিষয়ে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, গতকাল রাতে কলাতলী গ্রামের মনির বাজারের পাশের সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছিলেন সালাউদ্দিন ও তাঁর পরিবার। এ সময় মায়ের কোল থেকে কাদাপানিতে পড়ে রাশেদ নামের এক বছর বয়সী এক শিশু মারা যায়।

    এদিকে, সকাল থেকেই বৃষ্টি আর ঝড়ো বাতাস বইছে ভোলার ওপর দিয়ে। ফলে ঘর থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ। মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল থাকায় ভোলার সঙ্গে ১৯টি রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন দ্বীপবাসী।

    জেলা প্রশাসক জানিয়েছেন, প্রশাসন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ