আয়ারল্যান্ডের বিপক্ষে অধিনায়ক সাকিব

ক্রীড়া ডেস্ক.

আগামী শুক্রবার ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর এ ম্যাচে টাইগারদের নিয়মিত অধিনায়ক মাশরাফির পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
অনেকেই হয়তো ভাবছেন, টি-টোয়েন্টির পর তাহলে কি ওয়ানডেতেও নেতৃত্ব বদল হতে যাচ্ছে! না, মাশরাফি ভক্তদের অস্থির হওয়ার কিছু নেই। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর তাই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না তার।
এদিকে, সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে তিন জাতি ক্রিকেট খেলতে রবিবার আয়ারল্যান্ডে পৌঁছেছে টাইগাররা। ১২ মে থেকে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ১০ মে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ