Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আব্দুল হালিম (লাভলু), সিরাজগঞ্জ থেকে.
কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্সেপে সিরাজগঞ্জে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল দুই কিশোরী।
তারা হলো, উপজেলার জামতৈল ইউপি’র চড়কুড়া গ্রামের ঠান্ডুর মেয়ে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মৌ আক্তার জুঁই (সিমা) (১৬)। অপরজন হলেন রায়দৌলতপুর ইউপি’র শাহবাজপুর গ্রামের বুদ্ধু আকন্দের মেয়ে বিথি খাতুন (১৬)। শুক্রবার বিকেলে উপজেলার জামতৈল ইউপির চড়কুড়া ও রায় দৌলতপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন জানান, চরকুড়া ও শাহবাজপুরে বাল্য বিবাহের প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে পোঁছে বাল্য বিবাহ দুইটি বন্ধ করা হয়। এসময় তাদের মেয়েদের ১৮ বছরের নিচে বিবাহ দিবেন না বলে কিশোরী দুইটির পরিবার মুচলেকা দেন।