ইতালিতে ৪৮০ শরণার্থী ও ৭টি লাশ উদ্ধার

নিউজ ডেস্ক.

ভূমধ্যসাগর থেকে গতকাল শনিবার ৪৮০ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। তারা উত্তর আফ্রিকা থেকে বিপদ সংকুল জলপথ পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সাতটি লাশও উদ্ধার করা হয়। আজ রবিবার ইতালির কোস্টগার্ড একথা জানায়।
ডিঙ্গী নৌকাটি থেকে ৪৮০ জনের মতো শরণার্থীকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে কোস্টগার্ডের চারটি নৌযান, ইতালির একটি নৌ-জাহাজ ও ওহাইও বাণিজ্যিক জাহাজ অংশ নেয়। অভিযানকালে সাতটি লাশ উদ্ধার করা হয়।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বছর ভূমধ্যসাগর থেকে ৪৫ হাজারের বেশি লোককে উদ্ধার করে ইতালিতে নিয়ে আসা হয়।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানায়, জানুয়ারি মাস থেকে প্রায় ১ হাজার ৩০৯ জন বিপজ্জনক পথ পাড়ি দিতে গিয়ে মারা গেছে বা তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
এসব শরণার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোক নাইজেরিয়া থেকে এসেছে। এরপরের স্থানেই আছে বাংলাদেশ, গিনি ও আইভরিকোস্ট।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ