ইতিহাসের সন্তান হয়ে যুবলীগকে আবারও চ্যালেঞ্জ নিতে হবে -ভিপি শেখ মতিউর

ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান বলেছেন, ‘যুবলীগ আমাদের যৌবনের আবেগ, তারুণ্যের উচ্ছাস। যুবলীগের অবদান ইতিহাসের পাতায় পাতায়। সুতারাং ইতিহাসের সন্তান হয়ে যুবলীগকে আবারও চ্যালেঞ্জ নিতে হবে।’

শুক্রবার বিকেল ৫টায় সোনাহাটা বাজার এলাকায় উপজেলায় নিমগাছি ইউনিয়ন যুবলীগের আয়োজনে অত্র ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নিমগাছি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান ফিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, রেজাউল করিম, যুবলীগ নেতা আব্দুল হান্নান, রাসেল মাহমুদ, সুমন সরকার, মিনহাজ উদ্দিন মিঠু, রাশেদুজ্জামান সবুজ, মাহমুদুল হাসান মিলন, ইবনে সউদ, রাকিবুল ইসলাম রাকিব, মিনহাজুল ইসলাম বাবু, মনির হোসেন।

পরে যুবলীগ নেতা বাবু আকন্দকে সভাপতি, আল আমিনকে সাধারণ সম্পাদক ও সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক করে ৬নং ওয়ার্ড এবং যুবলীগ নেতা জামাল উদ্দিন বাদশাকে সভাপতি, মজনু মিয়াকে সাধারণ সম্পাদক ও রায়হান উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ৯নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ