ইনানী বিচে সাগর জলে পা ভেজালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় তিনি সৈকতে নেমে যান। এসময় কিছুক্ষণ খালি পায়ে হাঁটেন তিনি। পানিতেও নামেন।
ইনানী বিচে সাগর জলে পা ভেজালেন প্রধানমন্ত্রী
এর আগে বে ওয়াচ রিসোর্টের সামনে সৈকতের বেলাভূমির মঞ্চ থেকে কক্সবাজার-টেকনাফ ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারকে আরও আকর্ষণীয়ভাবে গড়ে তোলা হবে।
এর মধ্যেই সফরসঙ্গী ও মেরিন ড্রাইভ নির্মাণকারী সেনা সদস্যদেরকে নিয়ে সাগর পাড়ে যান প্রধানমন্ত্রী। উপভোগ করেন বিশাল জলরাশির সৌন্দর্য। সেনা-কর্মকর্তারা এ সময় পোশাক ও জুতা পরিহিত থাকলেও প্রধানমন্ত্রী পানিতে নামেন পায়ের স্যান্ডেল খুলেই। তার মুখে প্রসন্ন হাসিই বলে দিচ্ছিল সময়টা কতটা উপভোগ করেছেন তিনি। প্রধানমন্ত্রীকে এসময় বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল।
ইনানী বিচে সাগর জলে পা ভেজালেন প্রধানমন্ত্রী
সমুদ্র সৈকতে শেখ হাসিনার একা একটি ছবিও তোলেন ফটোসাংবাদিকরা। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগেও নানা সময় ব্যতিক্রমী কাজ করে সমাদৃত হয়েছেন প্রধানমন্ত্রী। প্রায়ই তিনি হয়ে যান অন্য রকম, কখনও আনন্দ করেন শিশুদের মতোই।
ইনানী বিচে সাগর জলে পা ভেজালেন প্রধানমন্ত্রী
কয়েক মাস আগেই গোপালগঞ্জে নিজ বাড়িতে গিয়ে সকাল বেলা খেয়ালের বসে গ্রাম ঘুরেছেন রিকশা ভ্যানে করে। তারও আগে সুইজারল্যান্ড সফরে গিয়ে বোনের সঙ্গে খেলা করেছেন বরফ নিয়ে।
ইনানী বিচে সাগর জলে পা ভেজালেন প্রধানমন্ত্রী
আর গণভবনে শিশুদের সঙ্গে তার প্রায়ই খেলার ছবিও এসেছে গণমাধ্যমে। এসব ঘটনাগুলো এক অন্যরকম শেখ হাসিনাকেই তুলে ধরে দেশবাসীর কাছে।
ইনানী বিচে সাগর জলে পা ভেজালেন প্রধানমন্ত্রী
উল্লেখ্য, এদিন সকালে বিমানের বোয়িং উড়োজাহাজ মেঘদূত-এ কক্সবাজার নামার পর ইনানী সৈকতে যান প্রধানমন্ত্রী। এর মধ্যদিয়ে সেখানে সুপরিসর বিমান চলাচল শুরু হল।