ইন্দোনেশিয়ায় বোমা হামলায় ৩ পুলিশ নিহত

নিউজ ডেস্ক.

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সন্দেহভাজন আত্মঘাতী জোড়া বোমা হামলায় ৩ পুলিশ নিহত ও ১০ জন আহত হয়েছে।
বুধবার রাতে জাকার্তার পূর্বাংশে কামপুং মেলায়ু বাস স্টেশনে ৫ মিনিটের ব্যবধানে বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে পুলিশ।
হামলার পর ব্যাপক অস্ত্রে সজ্জিত পুলিশ সদস্যরা বাস স্টেশনটির চারপাশ ঘিরে রাখে। বোমা নিষ্ক্রিয়কারী দলের কর্মকর্তারা চারদিকে টেপ লাগানো ঘটনাস্থলটি পরীক্ষা করে দেখে।
এ ঘটনার পর এক টুইটে ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী বুদি কারিয়া জানিয়েছেন, কর্মীদের রাজধানীর পরিবহন নেটওয়ার্কে নজরদারী বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।
হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে জানিয়ে দেশটির জাতীয় পুলিশ বাহিনীর মুখপাত্র সেতিও ওয়াসিসতো বলেছেন, ‘প্রথমে ভাবা হয়েছিল, একজন আত্মঘাতী বোমা হামলাটি চালিয়েছে। পরে ঘটনাস্থল পরীক্ষা করে দুজন আত্মঘাতী দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা পাওয়া গেছে।’
এ হামলায় আরো ৫ পুলিশ কর্মকর্তা ও ৫ বেসামরিক আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এই হামলার সঙ্গে ইসলামি চরমপন্থার কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত নন বলে জানিয়েছেন ওয়াসিসতো।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একদল লোক একটি কুচকাওয়াজে অংশ নিচ্ছিল আর পুলিশ কর্মকর্তারা তাদের পাহারা দিচ্ছিল। কুচকাওয়াজের দলটি পার হওয়ার আগেই বিস্ফোরণ দুটি ঘটানো হয়। সন্দেহভাজন ২ জনই পুরুষ। তাদের পরিচয় পরে প্রকাশ করা হবে।’
তিনি জানিয়েছেন, বিস্ফোরকগুলো প্রেসার কুকারে ভরে আনা হয়েছিল বলে মনে করা হচ্ছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ