ইয়াসিরের জাদুকরী স্পিনে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক.

আবারো লেগ স্পিনার ইয়াসির শাহর জাদুকরী স্পিনে বিধ্বস্ত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ইয়াসিরের ৬ উইকেটে শিকারে প্রতিপক্ষের সামনে বড় টার্গেট দিতে পারছে না ক্যারিবয়রা। চতুর্থ দিন শেষে ১ উইকেটে হাতে রেখে ১৮৩ রানে এগিয়ে রয়েছে হোল্ডার বাহিনী।
৮১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ৯ উইকেটে ২৬৪ রান তুলেছে ক্যারিবীয়রা। দেবেন্দ্র বিশু ১৬ ও গেব্রিয়েল শূন্য রানে ব্যাট করছে। এর আগে ফিরে গেছেন হেটমায়ার ২২, ব্র্যাথওয়েট ৪৩, হোপ ৯০, চেজ ২৩ ও বিশাল সিং ৩২ রান করেন।
দ্বিতীয় ইনিংসে বল হাতে পাকিস্তানের ইয়াসির শাহ ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেটের ৬টিই নিয়েছে। মোহাম্মদ আব্বাস ২টি ও আমির ১টি উইকেট নেন।
এর আগে, টস জিতে আগে ব্যাট করে চেজের ১৩১ ও অধিনায়ক হোল্ডারের ৫৮ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৩১২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে আজহার আলীর ১০৫, অধিনায়ক মিসবাহর ৯৯ ও আহমেদ শেহজাদের ৭০ রানের ওপর ভর করে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৯৩ রান তুলে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ