নিউজ ডেস্ক.

সৌদি আরব সীমান্তের কাছাকাছি একটি বাজারে রোববার এক বিমান হামলায় ইয়েমেনের কমপক্ষে ২৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
হতাহতের বেশিরভাগই মাশনাক বাজারে কাজ করতেন, তারা বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের ওই মার্কেটে কাজ করতেন। ওই বাজারে কাত নামের এক প্রকার হালকা মাদকদ্রব্য বেচাকেনা হয়।
একটি সৌদি-নেতৃত্বাধীন জোট গত দুই বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনে ইরাক সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

