নিউজ ডেস্ক.
ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি বিমান হামলায় নারী ও শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন।
হুতির একজন সক্রিয় কর্মী হুসাইন আল বুখাইতি আলজাজিরাকে বলেছেন, উত্তর ইয়েমেনের হিরন নামের গ্রামে মঙ্গলবার বিমান হামলা চালানো হয়। এতে একই পরিবারের ১০ সদস্যসহ ৩০ জন নিহত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বুখাইতি বলেন, হুতি সমর্থক শেখ হামদি ও তার পরিবারের সদস্যদের ওপর গভীর রাতে হামলা চালানো হয়। দীর্ঘ সময় ধরে এ হামলা চালনো হয়। হত্যাযজ্ঞ এমনই ভয়াবহ যে হামদির আত্মীয়-স্বজন কিংবা উদ্ধারকর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করতে পারেনি।
২০১৪ সালের শুরুতে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে এবং প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে গৃহবন্দি করে। ফেব্রুয়ারিতে সানা থেকে পালিয়ে যান হাদি।
এর পর হাদি সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২০১৫ সালের মার্চ থেকে সৌদি জোট ইয়েমেন সরকারের পক্ষে সেখানে বিমান হামলা শুরু করে।
সূত্র : আলজাজিরা

