বিনোদন ডেস্ক.

আরফিন রুমির স্ত্রী ও সন্তান কয়েকদিন আগেই পারিবারিক কাজে যুক্তরাষ্ট্রে গেলেও ঈদের অনেক কাজ হাতে জমা পড়ায় তিনি থেকে গেছেন ঢাকাতেই। তবে স্ত্রী-সন্তানহীন এই একা সময়টাকে ভালোই কাজে লাগিয়েছেন রুমি।
রুমির বলেন, ‘একাকী সময়টাতে একটি নতুন গান করলাম। গানটির শিরোনাম দিলাম ‘পাগল হয়ে যাই’। এবারের ঈদে এই গানটি সম্ভবত একমাত্র গান হবে- যেমন ধারার কাজ এখনও এখানে সেভাবে শোনা যায়নি। ফলে অনেক দিন পর গানটি নিয়ে আমি খুব আশায় আছি।’
তিনি আরও জানান, মাহমুদ মানজুরের কথায় গানটির সুর-সংগীতে এনেছেন বেশ বৈচিত্র। আর গায়কীতেও রেখেছেন খানিক চমক। সিএমভি’র ব্যানারে যা শিগগিরই জিপি মিউজিকসহ ঈদ এক্সক্লুসিভ গান হিসেবে প্রকাশ পাচ্ছে সর্বত্র।

