Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে প্রকৌশলীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)।
শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করতে ২৪ ঘণ্টা কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। বৃষ্টিকে অজুহাত দেখিয়ে সড়ক চলাচলের অনুপযোগী থাকবে তা হবে না। বৃষ্টির কারণে সৃষ্ট অসুবিধা দূর করার ব্যবস্থা আছে। যেকোনো উপায়ে সড়ক চলাচলের উপযোগী রাখা হবে।
তিনি বলেন, ঈদের ঘরমুখো মানুষ যেন স্বস্তি বাড়ি ফিরতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ জন্য সড়ক বিভাগের সকল প্রকৌশলীর ছুটি বাতিল করা হয়েছে। তারা ঈদের দিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন।
এসময় মন্ত্রীর সাথে সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, ফোরলেনের প্রকল্প পরিচারক দিলীপ কুমার, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি কে এম নাহিন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।