ঈদ ও বিয়ের কালেকশন নিয়ে গুলশান শাড়ি মিউজিয়াম


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

স্টাফ রিপোর্টার.


ঈদ কিংবা বিয়ে যেকোন অনুষ্ঠানেই নারীর সৌন্দর্য ফুটিয়ে তুলতে শাড়ির জুড়ি নেই। আর ঈদ ও বিয়ের অনুষ্ঠানে আভিজাত্যের ছোঁয়া দিতে গুলশান শাড়ি মিউজিয়াম সাজিয়েছে তাদের নতুন কালেকশন। ওয়েডিং লেহেঙ্গা ও বুটিকস লেহেঙ্গার নান্দনিক কালেকশনের পাশাপাশি রয়েছে ঢাকাই জামদানি, খাদি বেনারসি, বেনারসি সিল্ক, জর্জেট বেনারসি রয়েছে তাদের কালেকশনে।

                                                       গুলশান শাড়ি মিউজিয়াম

    এছাড়াও থাকছে ভারতীয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা ও সাত্বে সাচির ডিজাইন করা ট্রেন্ডি ও ফ্যাশনেবল পোশাকের কালেকশন। নিয়মিত আয়োজনে থাকছে গাদোয়াল, তসর-সিল্ক, কোরা সিল্ক, জর্জেট, ক্রেফ, কান্তিপুরাম সিল্ক, ব্যাঙ্গালোর সিল্ক, তন্তুজ তাঁত, দেশীয় তাঁতের শাড়ি, কোটা শাড়ি ও মাইসুর সিল্ক শাড়ি। সম্প্রতি গুলশান শাড়ি মিউজিয়াম কাষ্টমারের কেনাকাটা সহজ করতে সুলভ মূল্যে একদর সেবা চালু করেছে।

                                   গুলশান শাড়ি মিউজিয়াম

      বিস্তারিত জানতে যোগাযোগ: দোকান নং: ৯৭-১০০, এবং ৭৫-৭৬ ব্লক- সি লেভেল: ৪ বসুন্ধরা সিটি, দোকান নং: ৯ ব্লক: এ লেন: ৮, ১৫/২ রোড- ৪ ব্লক- এ সেকশন- ১০, মিরপুর বেনারসি পল্লী ও গুলশান পিংক সিটি বেজমেন্ট। ফোন: ০১৭০৮৫৭৬১৩০-১। ফেসবুক- https://www.facebook.com/Gulshan-Sharee-Museum-434253456619132/

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ