ঈদ বকসিসের নামে যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

ধুনট উপজেলায় আঞ্চলিক সাতটি সড়কে যাতায়াত করা সিএনজি চালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঈদের ৩দিন আগে থেকে কোন প্রকার ঘোষনা ছাড়াই যাত্রীদের ভাড়া বৃদ্ধি করেছে চালকরা। ইচ্ছেমতো ভাড়া আদায় করায় প্রতিটি অটোরিকশার চালকের সাথে যাত্রীরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ছে। এ নিয়ে যাত্রীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ধুনট থেকে বগুড়া, শেরপুর, সোনামুখী, ঢেকুরিয়া, গোসাইবাড়ি, জোড়শিমুল, সোনাহাটা, মথুরাপুর সড়কে প্রতিদিন প্রায় ৫শাতাধিক সিএনজি চালিত অটোরিকশা চলাচলা যকরে। এসব অটোরিশায় এলাকায় দৈনিক হাজার হাজার যাত্রী বিভিন্ন স্থানে যাতায়াত করছে। অটোরিকশা স্ট্যান্ড গুলোতে ভাড়া আদায়ের কোন নির্ধারিত তালিকা টাঙ্গানো নেই। ফলে দীর্ঘদিন থেকে চালকরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন।

এরমধ্যে ধুনট থেকে বগুড়া ৮০ টাকা, শেরপুর ৪০ টাকা, সোনাহাটা ২৫টাকা, সোনামুখী ১৫ টাকা এবং মথুরাপুর, গোসাইবাড়ি ও ঢেকুরিয়া সড়কে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৩০টাকা করে আদায় করা হতো। কিন্তু ঈদের তিন দিন আগে থেকে এসব সড়কে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ১০-২০টাকা করে বেশী আদায় করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর ভাড়ার পরিমান বেড়ে দাঁড়ায় দ্বিগুন। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করায় চালকদের হাতে যাত্রীরা মারধরের শিকার হচ্ছে।

এ সব সড়কে যাতায়াতকারী যাত্রীরা জানান, সড়কগুলোতে সিএনজি চালকরা তাদের ইচ্ছেমতো ভাড়া আদায় করছে। এ ছাড়াও অধিকাংশ সিএনজি চালিত অটোরিকশায় লাইসেন্সবিহীন চালক রয়েছে। যাদের কোন প্রকার ড্রাইভিং লাইসেন্স নেই। নেই যানবাহন চালানোর তেমন অভিজ্ঞতা। এমন অদক্ষ চালক বেপরোয়া গতিতে গাড়ি চালনোর কারণে সড়কে হরহামেশাই ঘটছে দূর্ঘটনা।

অটোরিকশার চালকরা জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে ৫-১০ টাকা বেশী নেওয়া হচ্ছে। এক্ষেত্রে যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে না। তবে সিএনজি চালিত অটোরিকশার কয়েকজন মালিক ও স্ট্যান্ডের চেইন মাষ্টার বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন।  

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ঈদ বকসিসের নামে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করার কোন সুযোগ নেই। এ বিষয়ে পরিবহনের চালকদের সতর্ক করে দেওয়া হয়েছে। তারপরও বেশী ভাড়া আদায় করা হলে ইউএনও মহোদয়ের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ